সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে দুজনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার উজলপুর হাজীপাড়া থেকে দুজনকে আটক করা হয়।
আটকৃত হলেন- মেহেরপুর সদর উপজেলার উজলপুর হাজীপাড়া এলাকার আব্দুল জলিলের মেয়ে শিরিনা খাতুন(১৯) ও সদর উপজেলার কামদেবপুর গ্রামের আছিরুল ইসলামের ছেলে আবু হেনা (২২)।
মেহেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উজলপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দেয়। মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।পরে দুপুরের দিকে পুলিশ দুজনকে ফৌঃ কাঃ বিঃ আইনের ৫৭ ধারায় দুজনকে আদালতে পাঠিয়ে দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মেহেরপুরে অসামাজিক কর্মকাণ্ডের দায়ে আটক ২ https://corporatesangbad.com/3793/ |