Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

এবার চাঁদে ওয়াইফাই নেটওয়ার্ক বসাবে নাসা

তথ্য-প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর গন্ডি ছাড়িয়ে এবার চাঁদের মাটিতে ওয়াইফাই নেটওয়ার্ক বসানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এমন সম্ভাব্যতা নিয়ে গবেষণা করছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট সুবিধা পর্যাপ্ত নয়। এই সমস্যা সমাধানের জন্য এবং ভবিষ্যত আর্টেমিস মিশনে তথ্য সহায়তা দেয়ার জন্য এই পরিকল্পনা নেয়া হয়েছে।

এ বিষয়ে নাসার গ্লেন রিসার্স সেন্টারের প্রযুক্তি বিষয়ক পরিচালক ম্যারি লোবো বিবৃতিতে বলেছেন, আর্টেমিসের অধীনে মহাকাশচারীকে চাঁদে পাঠাতে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই, এতে সেই সমস্যার বড় একটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আর্টেমিস কর্মসূচি প্রকাশ করা হয় গত বছর। ১৯৭২ সালের পর প্রথমবারের মতো আবার এই কর্মসূচির মাধ্যমে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য ধরা হয়েছে। এই পরিকল্পনার অধীনে ২০২১ সালে চাঁদে মনুষ্যবিহীন মিশন পাঠানোর পরিকল্পনা আছে।

আরো খবর »

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে হ্যান্ডসেট স্পার্ক গো ২০২২

Polash

হোয়াটসঅ্যাপে একসঙ্গে ২৫০ জনকে মেসেজ পাঠানো যাবে

উজ্জ্বল হোসাইন

দেশের বাজারে ঝিউন গিম্বল বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিস

Polash