নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের সবচেয়ে বেশি শেয়ারের মালিকানায় রয়েছে এর প্রধান উদ্যোক্তা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ। গ্রুপটি থেকে সাড়ে ৫ কোটি ডলার ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আজিয়াটা গ্রুপ থেকে ৩ বছর মেয়াদি চুক্তির মাধ্যমে এ ঋণ নেবে রবি আজিয়াটা। এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদে এ প্রস্তাব অনুমোদন হয়েছে। এ ঋণ নেয়ার ক্ষেত্রে উদ্যোক্তা গ্রুপ কোম্পানিটিকে জামানত হিসাবে কোনো প্রকার বন্ধকি রাখতে হবে না।
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রবি আজিয়াটার সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১৯ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যধানের কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৩২৯ কোটি টাকা বা ১৬.২৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২ কোটি টাকা বা ৫.৫১ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আজিয়াটা গ্রুপ থেকে রবি সাড়ে ৫ কোটি ডলার ঋণ নেবে https://corporatesangbad.com/37889/ |