বোনাস লভ্যাংশ পাঠিয়েছে এনআরবিসি ব্যাংক

Posted on July 18, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ৪ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে ব্যাংকটি। এর বাইরে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ব্যাংকটি সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকে গত ১৯ জুন অনুষ্ঠিত এজিএমে ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত মোট ১২ শতাংশ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৫ মে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৭৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫ টাকা ১২ পয়সায়।