নিজস্ব প্রতিবেদক : আজ (১৭ জুলাই) সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮০টি কোম্পানির মোট ৭৩ কোটি ৯১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩২ কোটি ৪৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা ফরচুনের ৯ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৫ কোটি ৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ৪ কোটি ৯৫ লাখ ২০ হাজার, নাভানা ফার্মার ২ কোটি ৬২ লাখ ৭২ হাজার, আরডি ফুডের ১ কোটি ৭৮ লাখ, জেমিনি সি ফুডের ১ কোটি ৫২ লাখ ৯৫ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার, বেক্সিমকোর ৯৭ লাখ ৪৭ হাজার এবং জিপিএইচ ইস্পাতের ৯২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্লক মার্কেটে ৮০ কোম্পানির ৭৩ কোটি টাকার লেনদেন https://corporatesangbad.com/37870/ |