ট্রাস্ট ব্যাংকের নিট মুনাফা ১৫ শতাংশ কমেছে

Posted on July 17, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ১৫ শতাংশ কমেছে। তবে সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির এ মুনাফায় ৩৪ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকটির গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ট্রাস্ট ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৩ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৭ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২৩ কোটি ৫১ লাখ টাকা বা ১৪.৯৬ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রাতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৫ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১০ কোটি ৬৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭২ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৩৭ কোটি ৯০ লাখ টাকা বা ৩৪ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ৯২ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৯ মে।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৪ টাকা ১০ পয়সা।

সর্বশেষ রেটিং অনুসারে, ট্রাস্ট ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত ব্যাংকটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) লিমিটেড।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দেয় ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ।