‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশ

Posted on July 16, 2023

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার প্রকাশিত হলো। এ পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।

রোববার (১৬ জুলাই) প্রকাশিত হয় ‘ময়ূরাক্ষী’র প্রথম পোস্টার। ‘ময়ূরাক্ষী’র এ পোস্টারের ভেতরেই আরেকটি পোস্টার দেয়ালে ঝুলতে দেখা যায়। সেখানে ‘ম্যাডাম তুলি’ ভূমিকায় রয়েছেন চিত্রনায়িকা ববি এবং পরিচালকের জায়গায় খালেক আফসারীর নাম উল্লেখ করা হয়েছে। দেয়ালে সাঁটা পোস্টারের নিচে গুটিশুটি মেরে শুয়ে আছেন ‘ময়ূরাক্ষী’র নায়ক সুদীপ বিশ্বাস দ্বীপ।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। ২২ সেপ্টেম্বর ‘ময়ূরাক্ষী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক চৌধুরী নিজাম নিশো বলেন, ‘বাংলা সিনেমার যে আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে সেই বাজারটা আমরা ধরতে চাই। ময়ূরাক্ষী দিয়ে আমাদের এই পথচলা শুরু হতে যাচ্ছে। দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা আমাদের সিনেমা পৌঁছে দিতে চাই।’

আর রাশিদ পলাশ বলছেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ছবিটিতে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা ও জাহিদ নিরব।

আরও পড়ুন:

নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

কলকাতার নতুন ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী