দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

Posted on July 16, 2023

শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৬০৫ বারে ১০ লাখ ৯০ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের দর ১০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও কন্টিন্টোল ইন্স্যুরেন্স লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ