তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় ১৯ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ জুলাই) দিনব্যাপী উপজেলার হাকালুকি হাওরের কাঙ্গলি গোবরকুরি, চিকনামাটি অভয়াশ্রমে অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে।
এ ছাড়া পঁচা মাছ বিক্রির অপরাধে পৌরসভাস্থ দক্ষিণ বাজারে ৩ জন মাছ বিক্রেতাকে ৩ হাজার ৫ 'শত টাকা জরিমানা করে ও পরে পঁচা মাছ বিনষ্ট করার জন্য মাটিচাপা দিয়ে দেয়া করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের কাঙ্গলি গোবরকুরি, চিকনামাটি অভয়াশ্রম এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে। এ সময় অভয়াশ্রমে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জালসহ ১৯ জনকে আটক করে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যেমানের ১৪ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ। অভিযানে পরিচালনায় সহায়তা করে কুলাউড়া থানাপুলিশের একটি দল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুলাউড়ায় নিষিদ্ধ জালে মাছ শিকারে ১৯ জেলেকে জরিমানা https://corporatesangbad.com/37665/ |