ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা

Posted on July 16, 2023

স্পোর্টস ডেস্ক : উইম্বলডনের মহিলাদের ফাইনালে সেই ট্র্যাডিশন বজায় থাকল। ফের এক নতুন চ্যাম্পিয়নকে পেল অল ইংল্যান্ড ক্লাব। ২০১৭ সাল থেকেই মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড়াই খেতাব ধরে রাখতে পারেননি। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

শনিবার চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা স্ট্রেইট সেটে টিউনিশিয়ার ওনস জাবেরকে ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে ইতিহাস লিখে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ভন্দ্রোসোভা। টেনিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ওপেন যুগে প্রথম কোনও অবাছাই খেলোয়াড় হিসেবে ট্রফি জিতে নজির গড়লেন ভন্দ্রোসোভা।

জাবেরের ভাগ্যে টেনিস বিধাতা উইম্বলডন খেতাব লেখেননি। গতবারও তাঁকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হল না। এলিনা রিবাকিনার কাছে তাঁকে খোয়াতে হয়েছিল ট্রফি। গতবছর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালেও হারতে হয়েছিল জাবেরকে। জাবেরের 'চোকার্স' তকমা ঘুচল না এবারও। পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিল্ড নেওয়ার সময়ে জাবেরের চোখ জলে ভরে এসেছিল।

এদিনের খেলার দেখে মনে হয়নি যে, জাবের খেতাব যুদ্ধে নেমেছেন। কার্যত তিনি অসহায় আত্মসমর্পণ করেন ভন্দ্রোসোভার কাছে। ফাইনালে খেলতে নেমে কোথাও জাবের আগ্রাসনটাই হারিয়ে ফেলেছিলেন। নাহলে তিনি ৩১টি 'আনফোর্সড এরর' করতেন না। সেখানে ভন্দ্রোসোভার অনিচ্ছাকৃত ভুলের সংখ্যা মাত্র ১৩! এদিন কেউই সার্ভিস ধরে রাখতে পারেননি। তবে ব্রেক আর পাল্টা ব্রেকের লড়াই দেখেছে অল ইংল্যান্ড কোর্ট। 'আনফোর্সড এরর' -এর জন্যই ডুবতে হল জাবেরকে।

আরও পড়ুন:

মেসিকে টপকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রোনাল্ডো

ছেলে ও মেয়েদের প্রাইজমানি সমান করলো আইসিসি