গাজীপুর প্রতিনিধি : শিল্প কারখানায় চাকুরীর ইন্টারভিউ দিতে গিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় ট্রাক চাপায় দুই নারী শ্রমিক মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ ও ঘাতক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- রোজিনা আক্তার বিপাশা (২৫) ও আশা আক্তার (২৩)। তারা দুজনেই স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের বাইমাইল এলাকায় একটি কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় তারা। এসময় গেটের বাহিরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওই কারখানার সামনে দিয়ে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে রোজিনা আক্তার বিপাশা ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে গুরুতর আহত আশা আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য দুজনের মরতে হয় শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে ট্রাক চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু https://corporatesangbad.com/37578/ |