নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের ১০ম থেকে ১৫তম এজিএম বুধবার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারা পরিচালনা পর্ষদ ঘোষিত ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ সভায় অনুমোদন করেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম। এ সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. মো. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম, এফ.সি.এ এবং মিনোরি বাংলাদেশ লি. কর্তৃক মনোনীত পরিচালক মো. নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার।
এতে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. এমরান হোসাইন। এছাড়াও বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও নিরপেক্ষ Scrutinizer এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন।
পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারগণ অনলাইনে তাদের ভোট প্রদান করেন। কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করে পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ ঘোষণা করেন এবং সভায় তা অনুমোদন হয়। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০.৪৫% ব্যতীত সকলে প্রাপ্য হবেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এমারাল্ড অয়েলের এজিএমে লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/37513/ |