Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
খেলাধুলা

অভিষেক ম্যাচেই কোচকে মুগ্ধ করলেন বেকহ্যাম পুত্র

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিলের বিশ্বাস পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার মত দক্ষতা ডেভিড বেকহ্যামের পুত্র রোমিও বেকহ্যামের মধ্যে রয়েছে। ফ্লোরিডায় অভিষিক্ত হয়েছেন রোমিও।

গত রোববার ইন্টার মিয়ামির সহযোগী দল ফোর্ট লডারডেল এফসির হয়ে প্রথম পেশাদার ফুটবলে অংশ নিয়েছেন তিনি। দক্ষিন জর্জিয়া টর্মেন্টা এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ৭৯ মিনিট খেলেছেন ১৯ বছর বয়সি রোমিও। এ সময় মাত্র ১৯বার বল স্পর্শ করতে সক্ষম হয়েছেন রোমিও। তাতেই মুগ্ধ ইন্টার মিয়ামির কোচ নেভিল।

সোমবার তিনি বলেন,‘ আমার মতে সে সত্যি ভাল করেছে। পরিকল্পনা অনুযায়ী ৪৫ মিনিট তাকে খেলানোর কথা ছিল। কিন্তু খেলার প্রতি তার মনোযোগ দেখে তাকে প্রায় ৮০ মিনিট পর্যন্ত খেলিয়েছি। অনেক প্রত্যাশার চাপ সে নিজের কাঁধে তুলে নিয়েছে।’


আরো খবর »

কাল ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

উজ্জ্বল হোসাইন

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব

উজ্জ্বল হোসাইন

স্কটল্যান্ডের বিপক্ষে হারলো বাংলাদেশ

উজ্জ্বল হোসাইন