Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

ফোনে যে ধরনের ছবি তুলে সেভ রাখলেই বিপদ

তথ্য প্রযুক্তি : অনেকেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এটিএম পিন, এনআইডি নম্বর এবং বিভিন্ন পাসওয়ার্ড ফোনে বা ই-মেইলে সেভ করে রাখেন। অনেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রেরণের জন্য ছবি তুলে রাখেন, পরে তা ডিলিট করেন না। কিন্তু এটা যে কতটা বিপদজনক হতে পারে।

অনলাইন লেনদেনের সঙ্গেই বাড়ছে সাইবার প্রতারণার সংখ্যাও। আর এর একটা বড় অংশ ফিশিং। ফিশিং হানায় অন্য কোনও নকল অ্যাপের মাধ্যমে কোনও ফোনের সব কিছু নিজের ফোন বা কম্পিউটার থেকে খুলতে পারে হ্যাকার। এর ফলে ফোনে ব্যাংক ডিটেইলস, এনআইডি কার্ড, পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য থাকলে, তার পরিণতি হবে ভয়াবহ।

তাই ফোনে লিখে বা ছবি তুলে এ ধরণের ডিটেইলস সেভ না করাই শ্রেয়। অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও অ্যাপে কার্ড ডিটেইলস সেভ করবেন না।

ক্রেডিট, ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকাল সার্কেলস। দেখা যায়, ২৯ শতাংশ কার্ড ব্যবহারকারীই পরিবারের অন্য কারও হাতে কার্ড ও এটিএম পিন দিয়ে রেখেছেন।


আরো খবর »

নতুন ইয়ারবাড “জেড-টু” উন্মুক্ত করেছে ওয়ান প্লাস

উজ্জ্বল হোসাইন

বৃহস্পতি গ্রহের দিকে রওনা হয়েছে ‘লুসি’

উজ্জ্বল হোসাইন

চীনে জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নিলো অ্যাপল

উজ্জ্বল হোসাইন