27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি : বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জরুরি মিটিং থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডাসহ সবকিছুর উপর সবাই নির্ভরশীল হোয়াটসঅ্যাপ। তবে অসুবিধা একটাই, অ্যাপটিতে কল রেকর্ড করার কোনো অপশন নেই। তবে সেই সমস্যারও সমাধান রয়েছে।

বুদ্ধি থাকলে কি না হয়! বুদ্ধি থাকলে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডও হয়। আইফোন বা অ্যানড্রয়েড দুই ধরনের অপারেটিং সিস্টেমেই এটা করা সম্ভব।

অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে?

এই পদ্ধতিতে খুব সহজেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করা যাবে। তবে নির্বাচিত কিছু ফোনেই এই উপায় কাজ করবে। এই জন্য আপনার ফোনে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং ফিচার থাকতে হবে। এই ফিচার না থাকলে আপনাকে প্লে স্টোর থেকে থার্ড পার্টি ভিডিও কল রেকর্ডার ডাউনলোড করতে হবে।

প্লে স্টোরে অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপ রয়েছে। এর মধ্যে যে কোন একটি ডাউনলোড করুন। স্ক্রিন রেকর্ডার অ্যাপ ওপেন করে সব পার্মিশন দিয়ে দিলে এই অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং শুরু হওয়ার পরে স্ক্রিন রেকর্ডিং শুরু করে দিন।

আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে?

আইফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করতে এই পদ্ধতি অনুসরণ করুন। যদিও আইফোনে এই কাজ করতে কোন থার্ড পার্টি অ্যাপ প্রয়োজন হবে না।

প্রথমেই আইফোন থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল শুরু করুন। এবার নিচ থেকে সোয়াইপ আপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করুন। এখানে স্ক্রিন রেকর্ড করার অপশনে ট্যাপ করুন। এই আইকনে ট্যাপ করলেই স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। এইভাবে খুব সহজেই আইফোন গ্রাহকরা নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করতে পারবেন।


আরো খবর »

কেউ কল রেকর্ড করছে কি-না জানবেন যেভাবে

উজ্জ্বল হোসাইন

আপনার ফোন নম্বর ব্লক করলে বুঝবেন কীভাবে?

উজ্জ্বল হোসাইন

অনুমোদনহীন ৫৯ আইপি টিভি বন্ধ করলো বিটিআরসি

উজ্জ্বল হোসাইন