চীন থেকে ২ হাজার ৪৮৬ কোটি টাকায় ৪ জাহাজ ক্রয়ের অনুমোদন

Posted on July 12, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২ হাজার ৪৮৬ কোটি ৩০ লাখ টাকায় চীন থেকে ৪টি জাহাজ কিনতে যাচ্ছে সরকার। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মাধ্যমে জাহাজগুলো কিনতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।

বুধবার (১২ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

তিনি জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক “জিটুজি ভিত্তিতে ২টি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ” অর্থাৎ মোট ৪টি জাহাজ ‘চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন’এর কাছ থেকে কেনা হবে।

জাহাজগুলো কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ৪৮৬ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৮৫৭ টাকা।