শাহজাদপুরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও সমিতির মালিক  

Posted on July 12, 2023

সেলিম রেজা,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের পিয়ন কর্তৃক টাকা লোপাটের রেশ কাটতে না কাটতেই ষ্টার দরগাপাড়া উন্নয়ন সমিতির ৫ শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে মোঃ রতন মিয়ার বিরুদ্ধে। সমিতির মালিক রতন মিয়া শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মুক্তা মিয়ার পুত্র বলে জানা গেছে।,

এ নিয়ে  বুধবার (১২ জুলাই) সকালে ভুক্তভোগী পরিবারের লোকজন মানববন্ধন এবং বিক্ষোভ করে থানায় সমিতির মালিক রতন মিয়া, রাতুলসহ জড়িতদের গ্রেফতার ও অর্থ উদ্ধারের দাবি জানান। সেইসাথে পৌরসভার মেয়র, থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ ব্যাপারে সমিতির মালিক রতন মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও সমিতির আদায়কারী  ও জামিরতা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ জহুরুল ইসলাম বলেন, সমিতির মালিক রতন মিয়া বুধবার সকল গ্রাহককে টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি টাকা না দিয়ে আত্মগোপনে চলে গেছেন।,

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ