Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
কর্পোরেট সংবাদ

কর্পোরেট একাডেমীর উদ্যোগে ভ্যাট বিষয়ক সেমিনার আগামী ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : কর্পোরেট একাডেমীর পক্ষ থেকে ভ্যাট এর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে প্রশ্ন উত্তর ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি আগামী শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা ও বিভিন্ন সমস্যার বিশ্লেষণমূলক সমাধান পেতে সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ডক্টর আব্দুল মান্নান শিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম ফখরুল আলম- কমিশনার (চট্টগ্রাম কাস্টম হাউস) জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরামর্শ দাতা প্রতিষ্ঠান পিডব্লিউসি এর বাংলাদেশ প্রধান, অর্থনীতিবিদ ও ব্যাংকার, মিঃমামুনুর রশীদ।

প্যানেল আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন মোঃ তারেক হাসান-ডেপুটি কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড এবং বিশিষ্ট চার্টার্ড একাউন্টেন্ট মিঃ স্নেহাশীষ বড়ুয়া এফসিএ।

অনলাইনে অনুষ্ঠিতব্য এই সেমিনারে অংশগ্রহণকারীগণ বিশ্লেষণ মূলক আলোচনার পাশাপাশি প্রশ্ন করার সুযোগ পাবেন এবং সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণকারী যাতে প্রশ্ন করার সুযোগ পান সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে বলে জানান বহুজাতিক উৎপাদনকারী প্রতিষ্ঠান হেমাস কনজিউমার ব্র্যান্ডস লিমিটেড এর হেড অফ ফাইনান্স এবং কর্পোরেট একাডেমীর উদ্যোক্তা মোঃ আরিফুর রহমান।

ভ্যাট ছাড়াও আগামীতে আয়কর ও কাস্টমস ব্যবস্থাপনা নিয়ে দুটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখার লক্ষে প্রফেশনাল লাইফে বেটার পারফর্মেন্স ও উন্নতি লাভে High-Performance Habit নামে একটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। যেখানে ভারত ও অস্ট্রেলিয়া থেকে প্রখ্যাত দুইজন মেন্টর সেশন পরিচালনা করবেন। কর্পোরেট লিডারশিপ নামক আরেকটি মাস্টারক্লাস পরিচালনা করবেন আমেরিকান প্রবাসী একজন প্রফেশনাল লিডারশিপ কোচ।

সবগুলো প্রোগ্রাম বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করা যাবে। রেজিস্ট্রেশন লিংক কর্পোরেট একাডেমীর ফেসবুক পেইজ (https://www.facebook.com/corporateacademybd এবং ওয়েবসাইট (www.capebd.com) এ পাওয়া যাবে বলে কর্পোরেট একাডেমি থেকে জানানো হয়েছে।


আরো খবর »

এমটিবি’র গ্রাহক সেবা সপ্তাহ উদযাপন

Tushar

সাউথইস্ট ব্যাংক ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

Polash

প্রবাসী আয় বিতরণে যমুনা ব্যাংক ও বিকাশ-এর মধ্যে চুক্তি

Tushar