ডিএসইর ‘বিনিয়োগকারী সুরক্ষা তহবিল’ তদন্তে বিএসইসির কমিটি গঠন

Posted on July 12, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের (Investors’ Protection Fund) আয়-ব্যয় খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে কমিশন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হচ্ছেন- বিএসইসির পরিচালক মোঃ মনসুর হোসেন, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, উপ-পরিচালক বনি ইয়ামিন খান, সহকারী পরিচালক অমিত কুমার সাহা এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।

জুন মাসের শেষ সপ্তাহে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ৬০ দিন সময় বেঁধে দিয়েছে কমিশন।

এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে Dhaka Stock Exchange Investors’ Protection Fund এর বিষয়ে অনুসন্ধান প্রয়োজন। আদেশ অনুসারে কমিটি মূলত দুটি বিষয় খতিয়ে দেখবে। এগুলো হচ্ছে- Dhaka Stock Exchange (Investors’ Protection Fund) Regulations, 2014 যে সব খাত থেকে আলোচিত ফান্ডে অর্থ জমা হওয়ার বিধান রয়েছে, সেসব অর্থ বছরভিত্তিক সুদসহ তহবিলে জমা হয়েছে কি-না এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ডি-মিউচুয়ালাইজেশন স্কিমে উল্লেখ করা ৪ জন সদস্যের বিপরীতে জমাকৃত পুঁঞ্জিভুত বেনিফিট এখনো কেন Investors’ Protection Fund এ জমা হয়নি তার কারণ অনুসন্ধান এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা।

তদন্ত কাজ নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে গত ১০ বছরে ডিএসইর বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে অবিলম্বে অন্য বিভাগে বদলী করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।