স্পোর্টস ডেস্ক : ফের একবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেই দাপট দেখাল ভারতীয় মহিলা দল। প্রথম টি-টোয়েন্টি জেতার পর, দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করে বাংলাদেশের প্রমীলাবাহিনীকে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। ৮ উইকেটে মাত্র ৯৫ রানে থামলেও, বোলাররা দাপট দেখালেন। সেই সুবাদে বাংলাদেশকে ৮৭ রানে অলআউট করে দিল ভারত।
ফলে ৮ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারী ভারত। ১২ রানে ৩ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এরপর টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানের নড়বড়ে সংগ্রহ দাঁড় করায় তারা।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশও। তবে ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক জ্যোতি আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। দ্বিতীয় ওভারেই শামিমা সুলতানাকে পাঁচ রানে আউট করে সাজঘরে ফেরত পাঠান মিন্নু মানি। পরের ওভারেই দীপ্তি শর্মা ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন। পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রানের গতি একেবারেই কমে যায়। তবে তাতে উইকেট পরার গতি কমেনি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জীবনদান পাওয়ার একমাত্র সুলতানাই বাংলাদেশের হয়ে লড়াইটা চালিয়ে যান। বাংলাদেশকে কার্যত একাই জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সুলতানা। তবে তিনি আউট হওয়াতেই সবকিছু বদলে যায়।
১৯তম ওভারে ৫৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন সুলতানা। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল। তবে শেফালি মাত্র এক রান খরচ করে জোড়া উইকেট তুলে নেন। ৮৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।
তবে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও ভারতের ব্যাটিং কিন্তু একেবারেই ভালো হয়নি। গত ম্যাচের দল ধরে রাখলেও, ভারতীয় ব্যাটাররা নিজেদের একেবারেই মেলে ধরতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারে শেফালি মারুফা আখতারের বিরুদ্ধে নাগাড়ে চারটি চার মারেন। পঞ্চম ওভারে নাহিদা আখতার বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।
স্মৃতিকে আউট করেন তিনি। ১৩ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা ওপেনার। পাওয়ার প্লের শেষে ওভারে সুলতানা খাতুন পরপর বলে সেট শেফালি ও হরমনপ্রীতকে ফেরান। ভারতীয় অধিনায়ক তো নিজের খাতাই খুলকে পারেননি। এরপর সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়া। তিনি ১১ রানে আউট হন। মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তারপর আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি জেমাইমারা।
জেমাইমা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ২১ বলে মাত্র ৮ রান করেন তিনি। হারলিন দেওল ২১ বলে ৬ রান করেন। দীপ্তি শর্মা ১০ রান করেন, অমনজোৎ কৌর করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২১ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া সুলতানা খাতুনই সফলতম বোলার। ফাহিমা খাতুন ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর সমসংখ্যক একদিনের সিরিজও খেলবে ভারতের মহিলা দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল হরমনপ্রীতের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতকে ৯৫ রানে অলআউট করার পরেও হারলো বাংলাদেশ https://corporatesangbad.com/37161/ |