মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গোলাম রহমান (৪৭) নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাতটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার কালা মিয়ার ছেলে।তিনি এনজিও সংস্থা ‘কোস্ট’ এর কর্মকর্তা ছিলেন।
নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য সাইফুল্লাহ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠে গোলাম রহমান। অটোরিকশা চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এসময় গুরুতর আহত হন গোলাম রহমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, দুর্ঘটনার খবর স্থানীয়দের থেকে জানলেও নিহত পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি, মরদেহও না জানিয়ে নিয়ে গেছে। এরপরও বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখছেন। তবে, কেউ অভিযোগ করলে পরবর্তী আইনগত করণীয় নির্ধারণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু https://corporatesangbad.com/37154/ |