পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৬টি কোম্পানির ২০ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ২০৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৪৫ কোটি ৬৯ লক্ষ ৮ হাজার ৯৯৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৭৮ পয়েন্ট বেড়ে ৬৩২৭.৯৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে ২১৯২.০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮৬ পয়েন্ট কমে ১৩৭৩.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, ডেল্টা লাইফ ইন্সুঃ, সী পার্ল রিসোর্ট, লুব-রেফ (বাংলাদেশ) লিঃ, রূপালি লাইফ ইন্সুঃ, ফু-ওয়াং সিরামিকস্, জেনারেশন নেক্সট, এসোসিয়েটেড অক্সিজেন লিঃ, বিএসসি ও খান ব্রাদার্স পিপি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিকস্, ডেল্টা লাইফ ইন্সুঃ, গ্লোবাল ইন্সুঃ, মেঘনা ইন্সুঃ, ফার কেমিকেল, মেঘনা লাইফ ইন্সুঃ, প্রাইম লাইফ ও নিটল ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইন্টাঃ লিজিং ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাঃ, আলিফ ম্যানুঃ, সিএপিএম আইবিবিএল মি.ফা., সাফকো স্পিনিং, সিম টেক্স, আরএসআরএম স্টিল, সোনারগাঁও টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স ও খার ব্রাদার্স পিপি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬১৩৪০২১৬১৬৫.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন https://corporatesangbad.com/37130/ |