নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি ক্রেডিট রেটিং করেছে সেগুলো হলো-
১. আনোয়ার গ্যালভানাইজিং ২. এএফসি এগ্রো বায়োটেক ৩. অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ৪. রিলায়েন্স ইন্সুরেন্স ৫. ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি ৬. জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৭. ক্রাউন সিমেন্ট পিএলসি ৮. ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস ৯. ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ১০. সিলভা ফার্মাসিউটিক্যালস ১১. ইফাদ অটোস্ ১২. ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি ১৩. গোল্ডেন সন ১৪. ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি ১৫. দেশ গার্মেন্টস ১৬. বসুন্ধরা পেপার মিলস ১৭. সাভার রিফ্র্যাক্টরিজ।
আনোয়ার গ্যালভানাইজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
এএফসি এগ্রো বায়োটেক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি এএফসি এগ্রোর ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। কোম্পানিটি বর্তমান রেটিং উন্নত বা ভালো অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
অ্যাকটিভ ফাইন কেমিক্যালস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি অ্যাক্টিভ ফাইনের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’।কোম্পানিটি বর্তমান রেটিং উন্নত বা ভালো অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩১ ডিসেম্বর ২০২১ সালের হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
গোল্ডেন সন
পুঁজিবাজারে প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সনের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘বিবিবি -৩’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪ এবং ‘এসটি -১’ সম্পূর্ণ আচ্ছাদিত সুবিধা কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ ডিসেম্বর হিসাব বছরের, ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান, আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গত সপ্তাহে ১৭ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ https://corporatesangbad.com/3704/ |