রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে আরসা কমান্ডার নিহত

Posted on July 10, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ অস্ত্র গুলি , ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়। এখনো অভিযান চলমান বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে উখিয়া ১৭ নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান,সোমবার সকালে ক্যাম্প-১৭এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে শীর্ষ আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝি নিহত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইলফোন ও মোবাইলের সিম জব্দ করা হয়।

তিনি আরো জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান এখনো চলমান। বাকী সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন:

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার