ভোক্তা অধিকার অভিযানে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা 

Posted on July 9, 2023

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের নামকরা দই মিষ্টির দোকান মেসার্স কাশেম অ্যান্ড সন্স ও কীটনাশকের দোকান মেসার্স নজরুল ট্রেডার্সের মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন। 

এ সময় তিনি বলেন, রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি ও সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায়  অভিযান চালানো হয়। অভিযানে মিষ্টির কারখানা, সার-কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় ডিঙ্গেদহ বাজারের মেসার্স কাশেম এন্ড সন্স নামক দই মিষ্টির কারখানায় তদারকিতে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টি তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কাজী আবুল কাশেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স নজরুল ট্রেডার্সের মালিক নজরুল ইসলামকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৪০ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ। 

কর্পোরেট সংবাদ/এএইচ