সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের বিভিন্ন গ্যাসের দোকানে অভিযান পরিচালনা করে অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে শহরের লর্ড মার্কেটে সবুজ ট্রেডার্সের ১০ হাজার টাকা ও বড় বাজারের আগরওয়ালা ট্রেডার্সে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম রাব্বানী সোহেল জানান, বিস্ফোরণ আইন ১৮৮৪ সালের ৫ এর ১ ও ঘ ধারা লঙ্ঘন কয়ার ওই দুটি গ্যাস সিলিন্ডার ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমান আদায়া করা হয়। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা https://corporatesangbad.com/36855/ |