তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর ৬১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
নবগঠিত কমিটি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর কেন্দ্রীয় কমিটির প্যাডে সভাপতি সজীব কুন্ডু তপু ও সাধারণ সম্পাদক রনি রাজবংশী এর সাক্ষরে এই ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
শুক্রবার দুপুরে স্থানীয় এক মন্দিরে গীতা পাঠ এর মাধ্যমে বর্ধিত সভার অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে আলোচনার মাধ্যমে সভাপতি শ্রী পরিতোষ দাস ও সম্পাদক সন্তোষ ভট্টাচার্যকে নির্বাচিত করা হয়। পরে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুলিপি কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে পাঠিয়ে শুক্রবার (৭ জুলাই) তার চুড়ান্ত খসড়া কমিটি নির্বাচন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে কার্যক্রম শুরু করা হবে বলে জানান জেলা কমিটির নবগঠিত কমিটির সভাপতি।
কর্পোরেট সংবাদ/এইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মৌলভীবাজারে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর নবগঠিত কমিটি ঘোষণা https://corporatesangbad.com/36698/ |