নোয়াখালী প্রতিনিধি : সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে ধর্মপাল মুসল্লিরা।
শুক্রবার ( ৭ই জুলাই) জুমার নামাজ শেষে শত শত মুসল্লী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সুবর্ণচর উপজেলার বিভিন্ন মসজিদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। হারিছ চৌধুরীর বাজার বায়তুশ শরফ ও জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে শতশত তৌহিদী জনতা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদে একত্রিত হয়। পরে সেইখানে তৌহিদি জনতার উদ্দেশ্যে ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে হযরত মাওলানা আবুল হোসাইন বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে মুসলিম উম্মার শান্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর আসামিদেরকে দ্রুত ফাঁসির দাবি জানিয়ে মোনাজাত করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ https://corporatesangbad.com/36686/ |