পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৪টি কোম্পানির ৩০ কোটি ২ লক্ষ ৩৪ হাজার ২৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৯০ কোটি ৬৯ লক্ষ ৭১ হাজার ৯৬২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে ৬৩৩৬.১৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৫ পয়েন্ট কমে ২১৯২.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৮ বেড়ে ১৩৭৪.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানীর শেয়ার।
৮লনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, ড্রাগন সোয়েটার, সী পার্ল বীচ, ম্যাকসন্স স্পিনিং, খান ব্রাদার্স পিপি, বিবিএস, অলিম্পিক অ্যাক্সেসোরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ম্যানুফেকচারিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, রূপালী ব্যাংক, ডোমিনেজ স্টীল, অলিম্পিক অ্যাক্সেসোরিজ, হামিদ ফেব্রিকস, জেনারেশণ নেক্সট, ড্রাগন সোয়েটার, খান ব্রদার্স পিপি, ইন্দো-বাংলা ফার্মা ও আলিফ ম্যানুফেকচারিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসী ফুটওয়্যার, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, ওরিয়ন ইনফিউশন ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৭১৫৩২৮৩৯৩৩৮৪.০০।
আরও পড়ুন:
বেক্সিমকোর সুকুকের শেয়ারে রূপান্তরে শর্ত শিথিল বিএসইসির
সিটি ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড লভ্যাংশ অনুমোদন
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/36489/ |