পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৪টি কোম্পানির ১৭ কোটি ৮৯ লক্ষ ১৩ হাজার ২৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬০০ কোটি ২৮ লক্ষ ৮৬ হাজার ৫৮১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে ৬৩৩৪.১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.০১ পয়েন্ট বেড়ে ২১৯৩.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৬৫ পয়েন্ট বেড়ে ১৩৭৪.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি, সী পার্ল রিসোর্ট, জেএমআই হসপিটাল, ফু-ওয়াং সিরামিকস্, রূপালি লাইফ ইন্সুঃ, এমারেল্ড অয়েল, মেঘনা লাইফ ইন্সুঃ, নাভানা ফার্মা ও জেমীনি সী ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিয়ন ক্যাপিটাল, ফু-ওয়াং ফুড, রূপালি ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, এফএএস ফাইন্যান্স, ঢাকা ডাইং, ফু-ওয়াং সিরামিকস্ ও মাইডাস ফাইন্যান্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইমাম বাটন, জিলবাংলা সুগার, প্রাইম টেক্স, সাফকো স্পিনিং, সিএনএ টেক্স, প্রাইম লাইফ ইন্সুঃ, মেঘনা ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, তমিজউদ্দিন টেক্সটাইল, দেশ জেনারেল ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭১৪৮০৮০৫৯৪৬৭.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে কমেছে লেনদেন https://corporatesangbad.com/36364/ |