গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-০২ এ হাজতি হরকাতুল জিহাদ হুজির এ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন খোকন (৫৫) বরিশাল জেলার কোতয়ালী থানার রাজধর গ্রামের আ: খালেকের ছেলে। কারাগারে তার হাজতি নং ছিলো- ২১৮৩/১৬।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হরকাতুল জিহাদ হুজি সদস্য আবুল হোসেন খোকন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কাগারের ভেতরে প্রথমিক চিকিৎসকা শেষে উন্নত চিকিৎসকার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন। সে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলার আসামী ছিলো। তার বিরুদ্ধে মুকসুদপুর থানার মামলা নং০৩(০৬)২০০১ এবং কোতয়ালী থানার মামলা নং-২০(৩)১৯৯৯।
নিহত আবুল হোসেন খোকন ২০০৬সাল থেকে ঢাকা হাইসিকিউরিটি কারাগারে এবং পরে ২০১৬ সালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিলো।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কাশিমপুর কারাগারে হাজতি হুজি সদস্যের মৃত্যু https://corporatesangbad.com/3631/ |