উত্তোলন হ্রাসের ঘোষণায় বাড়লো জ্বালানি তেলের দাম

Posted on July 4, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের ঘোষণা দিয়েছে সৌদি আরব ও রাশিয়া। সোমবার (৩ জুলাই) এক বিবৃতিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল (এক ব্যারেল= ১৫৯ লিটার) তেল কম তোলা হবে।

সৌদির এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেজান্ডার নোভাক এক বিবৃতিতে জানিয়েছেন, আগস্ট থেকে রাশিয়াও প্রতিদিনের জ্বালানি তেলের উত্তোলন আরও ৫ লাখ ব্যারেল হ্রাস করবে।

এর ফলে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ও রাশিয়ার এ সিদ্ধান্তে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

সোমবার বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ বা ৬৮ সেন্ট। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৬ ডলার ৩০ সেন্টে। অন্যদিকে, একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বগামী হয়েছে ১ শতাংশ বা ৬৯ সেন্ট। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭১ ডলার ৩৩ সেন্টে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি বছরের মে পর্যন্ত সৌদি আরবের খনিগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৬ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হতো। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ডলারের মূল্য বাড়তে থাকে।

ডলার সাশ্রয় করতে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো জ্বালানি তেল কেনা কমিয়ে দিতে থাকে। ফলে তেলের আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী মন্দা শুরু হয়, যার প্রভাবে জ্বালানি তেল রপ্তানিকারী দেশগুলো আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়।

লোকসান কমাতে গত বছর ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৫ লাখ ব্যারেল হ্রাসের ঘোষণা দেয় তেল ও পেট্রোলিয়াম উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য রাশিয়া।

রাশিয়ার ওই ঘোষণার পর ওই বছরের এপ্রিলে ওপেক প্লাস জানায়, তেলের বাজারের মন্দাভাবের জেরে সৌদি আরবসহ জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রও দৈনিক উত্তোলন হ্রাসের ব্যাপারটি বিবেচনা করছে।

তারপর চলতি বছরের ৫ জুন প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উত্তোলন হ্রাসের বিষয়টি বাস্তবায়ন করে সৌদি সরকার। এ কারণে গত এক মাস ধরে প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উত্তোলন করে আসছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ জ্বালানি তেলের মজুত থাকা এ দেশ। সূত্র: রয়টার্স