সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: শত কষ্ট করে নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তর বঙ্গের মানুষ।
সরকারি ছুটি শেষে ঈদের তৃতীয় দিনে সকাল থেকেই সিরাজগঞ্জের উত্তর বঙ্গের রাজধানীর প্রবেশপথ উল্লাপাড়ার হাটিকুমরুলে দেখাযায় উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ ছুটছে কর্মস্থলে ঢাকার পথে।
রোববার (২ জুলাই ) সকালে উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে সকাল থেকেই দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের ভির,যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ও যানবাহনের ভিড় বাড়তে থাকে।
দুপুরে দেখা গেছে, বাড়ি ফিরে যাওয়া মানুষগুলো দূরপাল্লা ও ছোটো ছোটো পরিবহন দিয়ে আসছে। হাতে, মাথায় ও কাঁধে ব্যাগ বা বস্তা নিয়ে কর্মস্থলে ফিরছেন তারা।
তবে অনেক কারখানায় ছয় দিন বা এক সপ্তাহও ছুটি দিয়েছে। তাই পোশাক কারখানার শ্রমিকরা এখনো কর্মস্থলে না আসায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম।
রংপুর থেকে আশা আশিক বলেন, আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি আমার ছুটি শেষ তাই এই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে হচ্ছে।
সড়কে আসতে কোনো দুর্ভোগ পোহাতে হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল ৬টার দিকে বের হয়েছিলাম। প্রথমে রিকশা, তারপর অটোরিকশা এরপর দুইটা বাসে করে আসতে হয়েছে, দুর্ভোগ তো হয়েছেই। তবে সামনে যখন পোশাক শ্রমিকরা আসতে শুরু করবে তখন আরও বেশি সমস্যা হবে। আমি তো তাও অল্প কষ্টের ভেতরেই যেতে পরেছি। সরকারের উচিত সময় বেঁধে দিয়ে দূরপাল্লার বাস ছেড়ে দেওয়া।
পরিবার নিয়ে ঢাকা ফিরেছেন রেশমা। তিনি বলেন, আমার ছুটি আরও তিন দিন রয়েছে। যানি না পরিস্থিতি পরে কি হবে। তাই আগে ভাগেই চলে আসলাম। যেন পরে কষ্ট করতে না হয়।
বর্তমান সড়কের পরিস্থিতি জানেত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হাটিকুমরুল হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বদরুল কবির বলেন, সড়কের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। অল্প সংখ্যক মানুষকে ফিরতে দেখা গেছে। মোটামুটি যাত্রির চাপ রয়েছে তবে যানবাহনের চাপ একটু বেশি,মহাসড়কে কোন যানজট নেই।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ https://corporatesangbad.com/36153/ |