ঈদুল আজহায় সারাদেশে সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি

Posted on June 28, 2023

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে ঈদগাহ ময়দান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (২৮ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

তিনি আরও বলেন, এ ছাড়া গরুর হাটগুলোতে আমাদের মোবাইল কোট চালানো, অনলাইনে নানা প্রতারণার বিষয়ে নজরদারি রাখা হয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে তার জন্য সাইবার ইউনিটও কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‌্যাব প্রধান বলেন, ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। র‌্যাবের হেলিকপ্টার, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ঈদে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবসথা গ্রহণ করেছি। র‌্যাবের বিভিন্ন ইউনিট কাজ করছে।

বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে র‌্যাব প্রধান বলেন, গরুর হাটগুলোতে আমাদের মোবাইল কোট চালানো হয়েছে। অনলাইনে গরুর হাটসহ নানা প্রতারণার বিষয়ে আমরা নজরদারি রাখছি।