জুন মাসেই ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে

Posted on June 27, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অবশেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে কক্সবাজারের খুরুশকুলে স্থাপিত দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রে৷ জুন মাসেই এ বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া গেছে ৩০ লাখ ইউনিট বিদ্যুৎ। এমনটাই জানিয়েছেন এ বায়ু বিদ্যৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আব্দুল কাদের গনি।

তিনি জানান, চীনের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্পের ২২ টি টার্বাইনের ৭ টি তে মে মাসের ২৫ তারিখ থেকে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এ কেন্দ্রে। যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রীডে।

আব্দুল কাদের গনি জানান, জুন মাসের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত এ বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া গেছে ৩০ লাখ ইউনিট বিদ্যুত। তিনি জানান,জাতীয় গ্রূডের সাথে যুক্ত এ বিদ্যুৎ কক্সবাজারেই সরবরাহ করা হবে। কক্সবাজারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকলে তা অন্য জায়গায় ব্যবহার হবে। জানা গেছে কক্সবাজার শহরের জন্যে প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি হলে কক্সবাজারে আর বিদ্যুৎ সংকট থাকবেনা বলে তিনি জানান।

চীনের অর্থায়নে ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানীর এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এ বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হলে যার ২২ টি টারবাইন থেকে পাওয়া যাবে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।