হন্ডুরাসে সহিংসতায় ২৪ জন নিহত, কারফিউ জারি

Posted on June 26, 2023

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় দুইটি শহরে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাতে প্রাণহানির এ ঘটনা ঘটে। আর এরপরই রোববার (২৫ জুন) ওই দুই অঞ্চলে কারফিউ জারি করেছে সরকার।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারি অস্ত্রধারীদের গুলিতে ১৩ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

এছাড়া শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে আলাদা সহিংসতায় অন্তত আরও ১১ জন খুন হয়েছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো চোলোমাতে আগামী ১৫ দিন রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে আগামী ৪ জুলাই থেকে।