এ থেকে জেড ক্যাটাগরিতে যাচ্ছে ৩ কোম্পানি

Posted on June 26, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিকে এ থেকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ২৫ জুন,২০২৩ থেকে এটি কার্যকর করা হবে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, কোম্পানিগুলো হলো- আরএসআরএম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট,অ্যাপোলো ইস্পাত ও নূরানী ডায়িং।

আরএসআরএম: রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) আইপিওর মাধ্যমে ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে টাকা নিলেও বর্তমানে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার কার্যক্রম শুরু করতে পারবে তা পুরোপুরি অনিশ্চিত।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫১৪ তম কমিশন সভায় সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই প্লেসমেন্ট হোল্ডারদের মধ্যে কয়েকজন তা দখলে নিতে চায়। কোর্টে গড়িয়ে শেষ পর্যন্ত মূল মালিক তা ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যারা নিয়েছে তারা এই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ভালো কিছু দিতে পারেনি।

অ্যাপোলো ইস্পাত: ২০১৩ সালের ১৩ জানুয়ারি অ্যাপোলো ইস্পাতের আইপিওর অনুমোদন দেয় বিএসইসি। তবে অর্থমন্ত্রীর এক পত্রের পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি এ অনুমোদনের ওপর স্থগিতাদেশ দেয় সংস্থাটি। পরে গত ২২ আগস্ট অ্যাপোলো ইস্পাতের আইপিওর ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। অনেক নাটকীয়তার পর কোম্পানিটি বাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি শেয়ার ছেড়ে ২২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা (১২ টাকা প্রিমিয়াম) নির্ধারণ করা হয়েছে।পুঁজিবাজার তালিকাভুক্তির পর থেকেই সমস্যা শেষ হয়নি কোম্পানির।