নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রোর পরিচালনা পর্ষদ বিদ্যামান সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদ করেছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি গতকাল ২৫ জুন (রোববার) ৩১ মার্চ,২০২৩ আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন তৈরী করেছে মাহফেল হক অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টস।
কোম্পানিটির আবাসিক এবং শিল্প কারখানার জমির মূল্য ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯৩১ টাকা। পুর্নমূল্যায়নের পর জমির মূল্য দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এতে কোম্পানিটির মূল্য সমন্বয় হয়েছে ৪৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইনডেক্স অ্যাগ্রো সম্পদ পুর্নমূল্যায়ন করেছে https://corporatesangbad.com/35771/ |