মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশিক এলাহী(২৩) নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালী ১৮নং ক্যাম্পের এইচ/৫৯ ব্লক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উখিয়ার ১১ নম্বর ক্যাম্পের সি/৭ ব্লকের শহিদুল হকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে হাত-পা বাঁধা অবস্থাতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা মনে হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে সেটা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য বের করতে পুলিশ কাজ করছে।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকান্ডে ক্যাম্পে বসবাসকারী সাধারণ রোহিঙ্গারা ভয়ভীতিতে আছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/35762/ |