29 C
Dhaka
বৃহস্পতিবার, অগাস্ট ৫, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
রাজনীতি

মোহাম্মদ নাসিম ছিলেন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহযোদ্ধা : ডা. মুরাদ হাসান

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে রাজপথের আন্দোলনে অগ্রসৈনিক ছিলেন।

রোববার (১৩ জুন) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে মোহাম্মাদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের তিনি এসব কথা বলেন।

ডা. মুরাদ হাসান বলেন, মোহাম্মাদ নাসিম ছিলেন সারা বাংলার জননেতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু।

তিনি বলেন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ছিলেন মোহাম্মাদ নাসিম।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদ নাসিম আমার পিতৃতুল্য ছিলেন, যার ঋণ কোন দিন পরিশোধ করা যাবেনা। আমরা তাকে ধারণ করি লালন করি, অস্থিত্বের টানে পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে কাজিপুর এসেছি। এসময় বক্তব্যে তিনি মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন দিক তুলে ধরেন।

মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনে আয়োজনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, পুলিশ সুপার হাসিবুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, প্রয়াত মোহাম্মদ নাসিম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত ছিলেন। গত ১৩ জুন ২০২১ সালে মৃত্যুবরণ করেন।


আরো খবর »

গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আ.লীগ : ওবায়দুল কাদের

উজ্জ্বল হোসাইন

বিএনপি আজ আষাঢ়ে গল্প ফেঁদেছে: ওবায়দুল কাদের

উজ্জ্বল হোসাইন

মিথ্যাচার ছেড়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপিকে ওবায়দুল কাদেরের আহ্বান

উজ্জ্বল হোসাইন