30 C
Dhaka
বৃহস্পতিবার, অগাস্ট ৫, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
জাতীয় শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

পরীক্ষা এক বছর না দিলে কোন ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষা এক বছর না দিলে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের আহ্বান জানাই। এমন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।

রোববার (১৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বেগটা অনেক বেশি। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় কিনা অথবা অন্য কোনোভাবে সেটি করা যায় এ বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় সেগুলো নিয়েও ভাবছি।

তিনি বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। এছাড়াও বিকল্প পদ্ধতিতে টিভি, অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষাব্যবস্থা চালিয়ে যাচ্ছি।

দীপু মনি জানান, ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিলো। সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। অনলাইনে পাঠদান ছাড়াও নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি।


আরো খবর »

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

উজ্জ্বল হোসাইন

১০ দিন পেছালো বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা

Amirul

বক্তব্যের অংশ বিশেষ প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

উজ্জ্বল হোসাইন