নিজস্ব প্রতিবেদক : কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিআইও) মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হওয়া এমকে ফুটওয়্যার পিএলসির লেনদেন শুরু হচ্ছে আজ। ডিএসইর এসএমই প্লাটফর্মে চামড়া খাতের কোম্পানি হিসেবে ‘এমকেফুটওয়্যার’ নামে শেয়ারটির লেনদেন হবে।
সম্প্রতি স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে এমকে ফুটওয়্যার পিএলসির কিউআইও আবেদনকারীদের মধ্যে প্রোরাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেয়া হয়। এতে প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী (ইআই) ৩৬১টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।
হত ১১ জুন সকাল ১০টা থেকে ১৫ জুন বিকাল ৪টা পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। এতে মোট ১০ কোটি টাকার বিপরীতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার আবেদন জমা পড়ে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫.৩৭ গুণ। ফলে প্রতি ২ লাখ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীদের ৩৬১টি করে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।
২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এমকে ফুটওয়্যারের লেনদেন শুরু হচ্ছে আজ https://corporatesangbad.com/35685/ |