অর্থ-বাণিজ্য ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে শুকনা হলুদ আমদানি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১১ মাসে পণ্যটি ৩০ শতাংশের বেশি আমদানি হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে চাহিদা বাড়ায় আমদানি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। তবে আমদানি বাড়লেও হলুদের দাম কমছে না, উল্টো বাড়ছে।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৩৩ হাজার ৯৭৬ টন, যার আমদানি মূল্য ৪৬৭ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানি হয় ২১ হাজার ২০২ টন, যার আমদানি মূল্য ২৫১ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে আমদানি বেড়েছে ৩০ শতাংশের বেশি।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, ‘মসলাপণ্য হিসেবে শুকনা হলুদ আমদানিতে সরকার ব্যাপক রাজস্ব আয় করে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্যটির আমদানি বেড়েছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভোমরায় ১১ মাসে হলুদ আমদানি ৩০ শতাংশ বেড়েছে https://corporatesangbad.com/35594/ |