বেনাপোল প্রতিনিধি : যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছে আদালত। স্থগিতআদেশ জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার এসে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান।
নির্বাচন বোর্ডের আহবায়ক কেএম আবু নওশাদ সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে ১৯-১০-২২ তারিখে ০৫.৪৪.৪১০০.০০১ জেসিসিআই/ নির্বাচন-২২/৮২২ নম্বর সাক্ষরে যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির দ্বিবার্ষিক মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল মোতাবেক ৭ জানুয়ারি শনিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সিনিয়র সহকারী জজ যশোর সদর আদালতে দায়েরকৃত ০৮/২৩ নম্বর মামলার আদেশের পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
যশোর চেম্বারের নির্বাচন স্থগিতের চিঠি পেলো ডিসি অফিস https://corporatesangbad.com/3541/ |