ইউক্রেন রুটে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া

Posted on June 24, 2023

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন চলমান ‍যুদ্ধের মধ্যে আগামী বছরের শেষ ইউরোপে গ্যাস সরবরাহের সবশেষ লাইনও বন্ধ করে দিতে পারে রাশিয়া। গ্যাজপ্রমের সঙ্গে ইউক্রেনের চুক্তি শেষ হওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গার্মান গালুশেঙ্কো। খবর রয়টার্স।

কিয়েভ ও মস্কোর মধ্যে ২০১৯ সালে প্রথম স্বাক্ষরিত পাঁচ বছরের ট্রানজিট চুক্তিটি নবায়ন করার সম্ভাবনা খুবই কম। যদিও ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে মোট গ্যাস আমদানির মাত্র ৫ শতাংশ সরবরাহ করা হয়।

গত বছরের আগ্রাসনের পর ইউক্রেন মস্কোর সঙ্গে চুক্তিতে পুনরায় আলোচনার জন্য প্রস্তুত হবে কিনা জানতে চাইলে গালুশেঙ্কো ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘‌দ্বিপক্ষীয়ভাবে এটি হওয়ার কথা কল্পনা করা যায় না।’ এছাড়া ইউক্রেন সরবরাহ কমার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও যোগ করেন তিনি।

রাশিয়ান গ্যাস জায়ান্ট গ্যাজপ্রম এপ্রিলে সতর্ক করেছিল যে ২০২৩-২৪-এর শীতকালে ইউরোপের গ্যাস মজুদ রাশিয়ার স্বল্প সরবরাহের কারণে এশিয়ার চাহিদার ওপর নির্ভর করবে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সাড়া দেয়নি গ্যাজপ্রম।