কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর ডেমরায় থানার নয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন দুর্ঘটনায় ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) দুপুরের দিকে নয়াপাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাফর মিয়া (৫০), মিজান মিয়া (৩২) ও মোস্তফা (৪০)।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুব্রত পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নয়াপাড়া নূর মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনে মিস্কার মেশিন (রুপস) ওপরে তোলার সময় তা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ছিঁড়ে পড়া রুপস তাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন:
ভাঙ্গায় অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭
পাচারকারীর লুঙ্গির ভাজে মিললো ৭০ লাখ টাকার ১১টি স্বর্ণের বার
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু https://corporatesangbad.com/35374/ |