মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এলো ইন্দোনেশিয়ার আরও একটি জাহাজ।
শুক্রবার (২৩ জুন) সকাল ১১ টার সময় চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহি:নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায় গত দুই মাসে ৩ লাখ টনের বেশি কয়লা নিয়ে ৫টি জাহাজ ভিড়লো এই বন্দরে। খালাসের পর কয়লা নেয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে গত ১৪ জুন ৫৪,৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজ।
গত এপ্রিলের ২৫ তারিখ মাতারবাড়ি বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মাতারবাড়ীতে কয়লা নিয়ে এলো আরো একটি বড় জাহাজ https://corporatesangbad.com/35271/ |