সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ১ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬ শত ৯৬ পিছ চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ী রোঘু বর্মণ, জীবন বর্মণ, দীলিপ বর্মণ ও রাম প্রসাদ বর্মণ এর ১০টি গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতি পিছ ৬ হাজার টাকা মূল্যের এ জাল আটক করা হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছাঃ খাদিজা খাতুন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাস স্ট্যান এলাকায় ৪ জন জাল ব্যবসায়ীর শ্যামলীপাড়া, কাওয়াক ও শ্রীকোলার ১০ টি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এ জাল আটক করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্মিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন বলেন গুদাম ঘরগুলো থেকে আটক জালের সংখ্যা ১ হাজার ৬ শত ৯৬ পিছ। যার প্রতি পিছ দুয়ারি জালের মূল্য ৬ হাজার টাকা বলে জানা যায়।,
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উল্লাপাড়ায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ https://corporatesangbad.com/35192/ |