27 C
Dhaka
জুন ১৪, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শিরোনাম শীর্ষ সংবাদ সারাদেশ-টুকিটাকি

শিমুলিয়া ঘাটে আজও মানুষের ঢল

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আজও ঘরমুখী মানুষের ঢল দেখা গেছে। বুধবার (১২ মে) ভোর থেকেই গন্তব্যের উদ্দেশে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রীদের জড়ো হতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়ছে।

নৌ-পরিবহণ মন্ত্রণালয় ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে। অনুমতি মেলার পর শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য করোনার সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ঘাটে নেমেছে মানুষের ঢল। জনস্রোত সামলাতে শিমুলিয়া ঘাটে চেকপোস্ট বসানো হয়েছে। এর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যেরাও। তবে, তাতে থামেনি মানুষের ঢল।

ঘরমুখী যাত্রীরা সরকারি বিধিনিষেধ অমান্য করার কারণ হিসেবে নানা যুক্তি দেখাচ্ছে। তাদের সবার লক্ষ্য একটাই—যেভাবেই হোক বাড়ি যেতে হবে।

ফেরিঘাটের আশপাশ থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করে অনেক যাত্রী।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ফেরিঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ১৬টি ফেরির মধ্যে ১৩টি চলছে। তবে ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ৪ শতাধিক গাড়ি। কোনোভাবেই জনস্রোত ঠেকানো যাচ্ছে না। স্বাস্থ্যবিধির কিছুই মানা হচ্ছে না।’


আরো খবর »

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও ১৬ দিন

উজ্জ্বল

দেশে পৌঁছেছে চীনের ৬ লাখ ডোজ টিকা

উজ্জ্বল

খুলনায় মাদক বিক্রেতা ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

উজ্জ্বল