নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অুনমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এমটিবির চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক।
সভায় উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী; পরিচালকবৃন্দ, রাশেদ আহমেদ চৌধুরী, মোঃ ওয়াকিল উদ্দন, ড. আরিফ দৌলা, খাজা নারগীছ হোসেন এবং ড্যানিয়েল ডোনাল্ড ডি ল্যাঞ্জ; স্বতন্ত্র পরিচালক, ফারুক আহমদ সিদ্দিকী; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান; কোম্পানি সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা, এফসিএস; প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ নাজমুল হোসেন, এফসিএ; ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এমটিবি’র লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/35142/ |